ডাসারে অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৬:১৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
দীর্ঘদিন পরিশ্রম করে সাজানো-গোছানো দোকানটি হঠাৎ আগুনে এভাবে নিমিষেই সব পুড়ে ছাই হয়ে যাবে ভাবতেও পারিনি। তিল তিল করে গড়ে তোলা স্বপ্নও সেই সঙ্গে পুড়ে গেল। আমরা নিঃস্ব হয়ে গেলাম এভাবেই আহাজারি করেন (শারীরিক প্রতিবন্ধী) সৈয়দ কাঞ্চন।
মাদারীপুরের ডাসারে রবিবার (১১ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১ টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন ধরে এই ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা প্রদান করেন করেন বিশিষ্ট ব্যবসায়িক সৈয়দ আবেদ আলী (জীবন) ও তার ছেলে ছাত্রলীগ নেতা সাহানুর রহমান সোহান।
ফায়ারসার্ভিসের কালকিনি উপজেলা ইউনিটে সদস্য রুবেল আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপি স্থানীদের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুনে সূত্রপাত বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলে জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ , পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করে উপজেলা প্রশাসন ও ব্যক্তিগত ভাবে আর্থিক সাহায্য প্রদান করার আশ্বাস করেন।