ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ডাসা‌রে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বি.এম.হা‌নিফ বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ১৩২ বার পড়া হয়েছে
সময়কাল এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপু‌র জেলার ডাসা‌র উপ‌জেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উৎসব উপলক্ষে ডাসা‌রে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সা‌থে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। বুধবার ৪ অক্টোবর সকা‌লে ডাসার উপ‌জেলা কার্যালয় হল রু‌মে উপ‌জেলা প্রশাস‌নের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কা‌নিজ আফ‌রোজ এর সভাপতিত্বে ও পুজা ক‌মি‌টির যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু লাল বা‌ড়ৈর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ডাসার থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান,ডাসার উপ‌জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সা‌বেক মন্ত্রী সৈয়দ আবুল হো‌সে‌নের সু‌যোগ‌্য ভা‌গ্নে ‌সৈয়দ সাখাওয়াত হো‌সেন,ডাসার উপ‌জেলা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি বিভূ‌তি ভূষন বা‌ড়ৈ,সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী,ডাসার উপ‌জেলার হিন্দু,বৈদ‌্য ও খৃষ্টান ঐক‌্য পরিষ‌দের সভাপ‌তি সমীর চন্দ্র সরকার।এ সময় উপ‌স্থিত ছি‌লেন ছি‌লেন গোপালপ‌ুর ইউ‌পি চেয়ারম‌্য‌্যন মোঃ ফরহাদ হো‌সেন মাতুব্বর,নবগ্রাম ইউ‌পি চেয়ারম‌্যান দুলাল তালুকদার,ডাসার উপ‌জেলা পুজা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি সহ‌দেব চন্দ্র বা‌ড়ৈ,ডাসার উপ‌জেলা য‌ুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের প্রমুখ। ডাসার থানার ও‌সি বলেন, গত বছর উপ‌জেলায় পূর্জামণ্ডপের সংখ্যা ছিল ৪২ টি। এ বছর পূর্জা মণ্ডপের সংখ্যা ৪৩টি। এসব পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার অনু‌রোধ ক‌রেন সভাপ‌তি ও সাধারণ সম্পাদ‌কে। নির্বাহী অ‌ফিসার ব‌লেন পূজায় শৃঙ্খলা ধ‌রে রাখার জন‌্য যে কোন পদ‌ক্ষেপ গ্রহণ কর‌বে থানা পু‌লিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডাসা‌রে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

মাদারীপু‌র জেলার ডাসা‌র উপ‌জেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপন উৎসব উপলক্ষে ডাসা‌রে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সা‌থে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। বুধবার ৪ অক্টোবর সকা‌লে ডাসার উপ‌জেলা কার্যালয় হল রু‌মে উপ‌জেলা প্রশাস‌নের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কা‌নিজ আফ‌রোজ এর সভাপতিত্বে ও পুজা ক‌মি‌টির যুগ্ম সাধারণ সম্পাদক মিন্টু লাল বা‌ড়ৈর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ডাসার থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান,ডাসার উপ‌জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সা‌বেক মন্ত্রী সৈয়দ আবুল হো‌সে‌নের সু‌যোগ‌্য ভা‌গ্নে ‌সৈয়দ সাখাওয়াত হো‌সেন,ডাসার উপ‌জেলা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি বিভূ‌তি ভূষন বা‌ড়ৈ,সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী,ডাসার উপ‌জেলার হিন্দু,বৈদ‌্য ও খৃষ্টান ঐক‌্য পরিষ‌দের সভাপ‌তি সমীর চন্দ্র সরকার।এ সময় উপ‌স্থিত ছি‌লেন ছি‌লেন গোপালপ‌ুর ইউ‌পি চেয়ারম‌্য‌্যন মোঃ ফরহাদ হো‌সেন মাতুব্বর,নবগ্রাম ইউ‌পি চেয়ারম‌্যান দুলাল তালুকদার,ডাসার উপ‌জেলা পুজা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি সহ‌দেব চন্দ্র বা‌ড়ৈ,ডাসার উপ‌জেলা য‌ুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের প্রমুখ। ডাসার থানার ও‌সি বলেন, গত বছর উপ‌জেলায় পূর্জামণ্ডপের সংখ্যা ছিল ৪২ টি। এ বছর পূর্জা মণ্ডপের সংখ্যা ৪৩টি। এসব পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার অনু‌রোধ ক‌রেন সভাপ‌তি ও সাধারণ সম্পাদ‌কে। নির্বাহী অ‌ফিসার ব‌লেন পূজায় শৃঙ্খলা ধ‌রে রাখার জন‌্য যে কোন পদ‌ক্ষেপ গ্রহণ কর‌বে থানা পু‌লিশ।