ডাসারে নানা আয়োজনে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
শরীফ শাওন ডাসার, মাদারীপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৮৪ বার পড়া হয়েছে
আজ শনিবার (০৫) আগষ্ট ডাসার উপজেলায় বিভিন্ন আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, ক্রিড়া সংগঠক ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালিত হয়।
ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়, পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কানিজ আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাসার উপজেলার পাঁচ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ালীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,স্কুল কলেজের ছাত্র- ছাত্রীরা সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে ডাসার উপজেলা প্রশাসন।