ডাসারে পাকা রাস্তার উদ্বোধন করলেন ইউএনও

- আপডেট সময় : ০৬:৫৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৩০০ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেতবাড়ী সঃ প্রাঃ বিদ্যালয়ের রাস্তা থেকে শরীফ জাহিদুল ইসলাম (জাহিদ) মেম্বারের বাড়ি পর্যন্ত পাকা রাস্তার কাজের উদ্বোধন করা হয়। ৫৬ লাখ টাকা ব্যয়ে ২৯ আগস্ট এ রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব্বই দশকের সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ঠিকাদার সৈয়দ নুরুজ্জামান বাবু , ঠিকাদার সৈয়দ বিপ্লব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিশিষ্ট ঠিকাদার সৈয়দ নুরুজ্জামান বাবু জানান, ৫৬ লাখ টাকা ব্যয়ে প্রায় ৭৫০ মিটার রাস্তার কাজটি করছেন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ETI ইন্টারন্যাশল এবং এই কাজ বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এসময় বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক শরীফ জানান, দীর্ঘদিন পর হলেও রাস্তাটির কাজ হচ্ছে এটা শুনে আমরা অনেক খুশি। রাস্তাটির কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের দুর্ভোগ লাঘব হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তাটি ভেঙ্গেচুরে ব্যবহারের অযোগ্য হয়ে পরেছিলো। আজ এই রাস্তার কাজের উদ্বোধনের মাধ্যমে মানুষের সেই দাবি পূরণ হয়েছে।