ডাসারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মদিন পালিত।
শরীফ শাওন ডাসার, মাদারীপুর।
- আপডেট সময় : ১২:৪৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে
আজ মঙ্গলবার (০৮) আগষ্ট “সংগ্রাম- স্বাধীনতা প্রেরণায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা এঁর ৯৩ তম জন্মদিন পালিত হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কানিজ আফরোজ এর সভাপতিত্ত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সকাল ১০ টার সময় উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপজেলা সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কঅমকর্ত, যুব উন্নয়ন কর্মকর্তা, পাঁচ ইউনিয়নের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগন সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে অসহায় ও অসচ্ছল নারীদের মাঝে নগত অর্থ এবং সেলাই মেশিন বিতরণ করা হয়।