ডাসারে মহরজান অরফানেজ ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত।
- আপডেট সময় : ০৭:১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে
বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম প্রতিষ্ঠিত ও পরিচালিত মহরজান অরফানেজ ফাউন্ডেশন এর উদ্যোগে শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন।
মাদারীপুর জেলার ডাসার উপজেলায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম প্রতিষ্ঠিত ও পরিচালিত মহরজান অরফানেজ ফাউন্ডেশন এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক মহরজান অরফানেজ ফাউন্ডেশনের সভাপতি জনাব ইউনুস খান ও সাধারণ সম্পাদক সৈয়দ সফিউজ্জামান পাপেল।
আলোচনা সভায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত হয় মহরজান অরফানেজ ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ,আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন মহরজান অরফানেজ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সৈয়দ সামসুজ্জামান পারভেজ, এছাড়াও উপস্তিত ছিলেন ডাসার থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান। মহরজান অরফানেজ ফাউন্ডেশনের সহ-সভাপতি আসাদুজ্জামান তালুকদার লাবু সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দরা।
এসময় সভাপতির বক্তব্যে সৈয়দ শামসুজ্জামান পারভেজ বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের সৃস্টি হতো না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি সবশেষে ১৫ আগষ্ট নিহত সকল শহীদের মাগফিরাত কামনা করে তার বক্তব্যে শেষ করেন।