ডাসারে সামাজিক সংগঠন মানবসেবা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
- আপডেট সময় : ১০:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ৩২৩ বার পড়া হয়েছে
ডাসারে সামাজিক সংগঠন মানবসেবা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
মাদারীপুর জেলার নবগঠিত ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সচেতন যুবকদের হাত ধরে গড়ে উঠে মানবসেবা ফাউন্ডেশন।
মানবসেবা সংগঠন (সংস্করণ) একটি সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন।
মানবসেবা সংগঠন বিভিন্ন উন্নয়নমূলক ও সমাজ কল্যানমূলক কাজ করার প্রত্যয়কে সামনে বালিগ্রাম ইউনিয়নের ১১০ নং ধুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছু ফল ও বনজ গাছ রোপন কর্মসূচি পালন করে, মানবসেবা সংগঠন এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
সমাজ সেবা ও মানবসেবা সংগঠন এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়,কার্যকরী পরিষদের সকল সদস্যদের সহযোগিতায় সামাজিক কর্মসূচি বৃক্ষরোপণ সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
এসময় মানবসেবা সংগঠন এর বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নে উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন,বালিগ্রাম ইউনিয়নের ১১০ নং ধুলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাউদ্দিন মুন্সি ও শাহ আলম মাতুব্বর,একই সাথে সুশীল সমাজের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনকে উৎসাহ প্রদান করেন।
মানবসেবা সংগঠন এর লক্ষ ও উদ্দেশ্য, আমাদের সমাজে অসহায় মানুষের সংখ্যা কম নয়। সমাজের অবহেলিত মানুষের প্রতি শ্রদ্ধা ও সেবার মনোভাব গড়ে তোলা।
সামাজিক সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। পরিবেশবান্ধব কার্যক্রম। সামাজিক উন্নয়নমূলক কাজ। নীতি ও আদর্শের প্রতি তরুণদের মাঝে ও শ্রদ্ধাবোধ সৃষ্টি একই সাথে তরুণদের মাঝে নৈতিক মূল্যবোধ দেশ প্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা।