ডাসার থানা পুলিশের অভিযানে পাঁচ জুয়ারী গ্রেফতার
- আপডেট সময় : ১০:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ১১১ বার পড়া হয়েছে
মাদারীপুরের ডাসারে পাঁচ জুয়ারিকে আটক করেছে ডাসার থানা পুলিশ। শুক্রবার (৮ মার্চ)২০২৪ ইং তারিখ ভোররাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার একটি নির্জনস্থান জঙ্গল থেকে জুয়ারীদের গ্রেফতার করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে জুয়ারীদের জুয়াখেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এবং জুয়ারিদের জুয়ার আস্তানাটি সাথে সাথে পুড়িয়ে দিয়েছেন পুলিশ।
আটককৃত জুয়ারীরা হলেন,কর্নপাড়া এলাকার নির্মল সরদার (৪৫), পবিত্র মন্ডল (৩০), বিধান বিশ্বাস (৩৫), মোঃ জোবায়ের খান (২৭) ও হাবুল মাতুব্বর (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার ওসি এস. এম শফিকুল ইসলামের দিক নির্দেশনায় এস.আই মোঃ সাহাবুদ্দিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের কর্নপাড়া এলাকায় অভিযান চালিয়ে। জুয়া খেলা অবস্থায় জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়।
এসময় ঘটনাস্থল থেকে জুয়াখেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এবং ওই জুয়ার আস্তানা পুড়িয়ে দেন পুলিশ।
এ ব্যাপারে ডাসার থানার ওসি এস. এম শফিকুল ইসলাম বলেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে বালিগ্রাম এলাকার একটি নির্জনস্থানে বেশ কয়েকজন যুবক জুয়ার আসর বসিয়ে খেলা পরিচালনা করেন। পরে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে জুয়াখেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এবং ওই জুয়ার আস্তানাটি পুড়িয়ে দেয়া হয়।