দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল শ্রীমদ্ভগবদ গীতার শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা ।
- আপডেট সময় : ০৯:০২:১১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল শ্রীমদ্ভগবদ গীতার শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা । শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির খিম্পু কোরিয়ার উদ্যোগে, কোরিয়াতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। দেশটির খিম্পু শহরে অবস্থিত ইসকন মন্দিরে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ৪ নভেম্বর শনিবার শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির খিম্পু কোরিয়ার একনিষ্ঠ ভক্ত পলাশ বাড়ৈ এর সভাপতিত্বে ও অন্য ভক্তদের প্রচার প্রচারণা এবং সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজিত হয়।
কোরিয়ার বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশ ভারত নেপাল রাশিয়া সহ ও অন্যান্য দেশের সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরতি কীর্তন সহ ভগবানকে প্রদীপ দান এবং বিশ্ব শান্তি ও মানব কল্যাণের উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা করা হয়।
তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শ্রীমদ্ভগবদ গীতার শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা।
শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির খিম্পু কোরিয়ার প্রেসিডেন্ট পলাশ বাড়ৈ বলেন উৎসবমুখর পরিবেশে ভক্তরা অনুষ্ঠানটি উপভোগ করেন এবং প্রতিযোগীরা অত্যন্ত আনন্দের সহিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভক্তদের মনের ইচ্ছা প্রতিবছরই যেন এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পলাশ বাড়ৈ বলেন আমরা চেষ্টা করব ।
অনুষ্ঠানে প্রসাদের আয়োজন করা হয়। ভক্তরা পরমানন্দের সহিত সুস্বাদু মহাপ্রসাদ গ্রহণ করেন। ভক্তদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয় খিম্পু ইসকন মন্দির প্রাঙ্গন।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য আকর্ষণীয় উপহারের ব্যবস্থা করা হয়। প্রতিযোগিতার বিজয়ী কাঞ্চন চন্দ্র রয় কে বিশেষ সম্মাননা পত্র দেয়া হয়। প্রতিযোগিতায় মন্টু চন্দ্র দাস দ্বিতীয় স্থানের এবং সুকুমার শীল তৃতীয় স্থানের সম্মান অর্জন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ভারত থেকে আগত শ্রীপাদ সিদ্ধ শ্যাম প্রভু এবং বিশেষ অতিথী ছিলেন রাশিয়া থেকে আগত ওমকার নাথ প্রভু।