দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ , সমাজসেবক , শিক্ষানুরাগী এবং সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ইন্তেকাল করেছেন
- আপডেট সময় : ১০:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ৮৪৬ বার পড়া হয়েছে
২৫ অক্টোবর , ২০২৩ সাবেক যোগাযোগমন্ত্রী এবং ডাসার – কালকিনি – মাদারীপুরের জনগণের নয়নের মণি , দেশের বিশিষ্ট ব্যবসায়ী – রাজনীতিবিদ , সমাজসেবক ও শিক্ষা – উদ্যোক্তা সৈয়দ আবুল হোসেন আজ ২৫ অক্টোবর , ২০২৩ তারিখ ভোর ২:০৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই কন্যাসহ আত্মীয়স্বজন , বন্ধু – বান্ধব ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । মরহুমের দুই মেয়ে বর্তমানে বিদেশে অবস্থান করছেন । তারা দেশে ফেরার পর মরহুমের জানাজার নামাজের সময় ও সমাধিস্থ করার সিদ্ধান্ত জানানো হবে । মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য তাঁর পরিবার দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন । সৈয়দ আবুল হোসেন ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা । তিনি বর্ণাঢ্য ব্যক্তিত্বসম্পন্ন মানুষ ছিলেন । তিনি ১৯৯১-২০১৪ সাল পর্যন্ত মাদারীপুর -৩ সংসদীয় আসনে পরপর ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন । তিনি ১৯৯৬ সালে স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০০৯ সালে যোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন । এ সময় তিনি মেগাপ্রকল্পসহ দেশের আর্থসামাজিক অবকাঠামো উন্নয়নে অবদান রাখেন । তিনি একজন বিনয়ী , ভদ্র , সদালাপি , মার্জিত ও ব্যক্তিত্বসম্পন্ন পরোপকারী মানুষ ছিলেন । তিনি নিজ এলাকার মানুষ ও দেশবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন । সৈয়দ আবুল হোসেন ছিলেন জনকল্যাণে নিবেদিত একজন রাজীনিতিবিদ ও সমাজসেবক । তিনি একজন যুগশ্রেষ্ঠ শিক্ষা – উদ্যোক্তা ও বরেণ্য লেখক ছিলেন । দেশের শিক্ষাপ্রসার ও মানবতার সেবায় তার অবদান ইতিহাসে অমর হয়ে থাকবে । শিক্ষাসমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তিনি ছিলেন এক পথিকৃত ব্যক্তিত্ব । তাঁর মৃত্যুতে ডাসার – কালকিনি – মাদারীপুরের মানুষ তাদের একজন অভিভাবক এবং দেশ একজন বরেন্য ব্যক্তিত্ব ও রাজনীতিবিদকে হারালো ।