দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে এস এম শাহাজাদা বিজয়ী
- আপডেট সময় : ০২:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বানে পর্যবেক্ষণ এর দৃষ্টিতে ১১৩ পটুয়াখালী ৩ আসনের বর্তমান সংসদসদস্য আও’লীগ মনোনীত নৌকা প্রার্থী
এস এম শাহাজাদা ৮৯ হাজার ১৭১ ভোট পেয়ে বে-সরকারী ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি স্বতন্ত্র প্রার্থী লেঃ জেনারেল ( অব) মোঃ আবুল হোসেন ঈগল প্রতিক ৪৮ হাজার ৫শত ৮ ভোট পান।
৭ জানুয়ারী ২০২৪ রবিবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত দশমিনা ও গলাচিপা উপজেলার চর অঞ্চল সহ মোট ১২৪ টি কেন্দ্রে নিরবচ্ছিন্ন এবং দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
জেলা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিয়ার সাংবাদ কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট ও জুডিশিয়াল মেজিস্ট্রেট তৎপর ছিলেন।
দশমিনা ও গলাচিপা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকরতার সাক্ষরিত সর্বশেষ ফলাফল অনুযায়ী ৩ লাক ৫২ হাজার ২’শ ৬১ ভোটারের মধ্যে ১’শ ২৪ টি কেন্দ্রের সর্বমোট নৌকা প্রতিক পেয়েছেন ৮৯ হাজার ১৭১ ভোট, স্বতন্ত্র প্রার্থী ঈগল ৪৭ হাজার ৫’শত ৮, জাতীয় পার্টির প্রার্থী মোঃ নজরুল ইসলাম নাঙ্গল প্রতিক ৩২২, এনপিপি মোঃ সাঈফুর রহমান, আম প্রতিক ৪১২ ও বিএনএফ এওয়াই এম কামরুল ইসলাম, টেলিভিশন প্রতিক পেয়েছেন ১১৯ ভোট।