পিরোজপুরের শ্রেষ্ঠ শিক্ষিকা জান্নাত আরা নির্বাচিত
সৈয়দ বশির আহম্মেদ পিরোজপুর
- আপডেট সময় : ০৬:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২০১ বার পড়া হয়েছে
পিরোজপুরের শ্রেষ্ঠ শিক্ষিকা জান্নাত আরা নির্বাচিত এবার পিরোজপুর জেলাপর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন জান্নাত আরা। তিনি পিরোজপুর সদর উপজেলার ৪৩নং তেজদাসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
গত বুধবার দুপুরে পিরোজপুর জেলা শিক্ষা অফিসে যাচাই বাছাই শেষে জান্নাত আরাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি প্রমুখ।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর পিরোজপুর সদর উপজেলা পযায়েও তেজদাসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাত আরা শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছিলেন। জান্নাত আরা সবার দোয়া প্রার্থী।