পিরোজপুর-২ আসনের এমপি মহিউদ্দীন মহারাজের জন্মদিনে কাউখালীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৩৪:২১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দীন মহারাজ এর শুভ জন্মদিন উপলক্ষ্যে তার দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত। আজ শনিবার এশার নামাজ বাদ পিরোজপুরের কাউখালী উপজেলার উত্তর বাজার বায়তুন নূর জামে মসজিদে মোঃ রাসেল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মাদ এবাদুল ইসলাম।
এসময় উপজেলা ছিলেন কাউখলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ। দোয়া শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।