পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ, আহত ৬

- আপডেট সময় : ০২:১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ২৭৫ বার পড়া হয়েছে

রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষে ছাত্রদল নেতাসহ ৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শনিবার (২৯ জুলাই) বেলা বারোটার পর একে একে তারা হাসপাতালে আসেন।
আহতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, কবি নজরুল কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ মাহমুদ ও বিএনপি কর্মী ওবায়দুল।
আহতরা জানান, তারা ধোলাইখালে বিএনপির পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের শটগানের গুলি এবং ইট পাটকেলে আঘাতে তারা আহত হন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তাদের কয়েকজনের শরীরে শটগানের গুলি এবং ইট পাথরের আঘাত রয়েছে। সবাই চিকিৎসাধীন রয়েছে।