বরিশালে রাতের আধারে সাংবাদিকের উপর হামলা
- আপডেট সময় : ০২:৩৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ১২৬ বার পড়া হয়েছে
বরিশাল সত্য সংবাদ পত্রিকার বার্তা সম্পাদক ও একুশের আলো ডক কম এর প্রকাশক ওসম্পাদক এমডি শুভকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসিরা। সোমবার ২৪ (জুলাই) রাত দুইটায় নগরীর ২৫ নং ওয়ার্ডের আহম্মদ মোল্লা সড়কের স্ব,মিল এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে শুভ গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরইবাংলা মেডিকেলের সার্জারি-২ ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছে। তার পিঠে ধারালো অশ্রের আঘাতে গভীর ক্ষত হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। শুভর পিতা জানান, সোমবার রাত ২টার দিকে সত্য সংবাদ পত্রিকার সম্পাদনা শেষে শুভ প্রতিদিনের ন্যায় একা তার নিজ বাড়িতে ফিরছিল, পথিমধ্যে রুপাতরী ২১৫নং ওয়ার্ড এর আহম্মদ মোল্লা সড়কে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর ধারালো অশ্র দিয়ে হামলা চালায়। গভীর রাত হওয়ায় শুভর ডাক চিৎকারে রেকউ এগিয়ে আসতে পারেনি। , এক পর্যায়ে শুভ দৌড়ে তার বাড়িতে গেলে তার পিতা ওঅন্রান্যরা দ্রুত তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে শুভ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে। তবে, কে বা কারা কি কারনে তার উপর হামলা চালিয়ে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। শুভর পিতা জানায়, সংবাদ প্রকাশের জের ধরে দুবৃত্তরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।সাংবাদিক শুভর চিকিৎসার খবর নিতে হাসপাতালে আসেন উপ-পুলিশ কমিশনার বজরুর রহমান এবং কোতয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকতা আনোয়ার হোসেন। তারা শুবর চিকিৎসার খোজ খবর নেন এবং দোষিদের আটক করার আশ্বাস দেন