বরিশাল ফটো সাংবাদিকদের কমিটি গঠন সভাপতি-খান মনিরুজ্জামান,সাধারন সম্পাদক-আল আমিন সাগর
- আপডেট সময় : ০৬:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ৩১৪ বার পড়া হয়েছে
বরিশালে কর্মরত ফটো সাংবাদিকদের সংগঠন ‘বরিশাল ফটো সাংবাদিক পরিষদ’র ২০২৩-২৪ মেয়াদে নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন খান মনিরুজ্জামান (সমকাল) ও আল আমিন সাগর (মতবাদ) সাধারন সম্পাদক হয়েছেন। সদস্যদের সর্বসম্মতিতে ৩৩ সদস্যের কমিটি গঠিত হয়।
কমিটি গঠন উপলক্ষে গত বুধবার নগরের ইউরো কনভেশন হলে ফটো সাংবাদিক ঐক্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির।
কমিটির অপররা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম (আজকের বরিশাল), সহ-সভাপতি রেদওয়ান রানা (আজকের বার্তা), সুমন হাসান (দখিনের মুখ-সময়), লিটন আকন (বরিশালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (বিপ্লবী বাংলাদেশ), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ইমরান (কলমের কণ্ঠ), নাদিম মাহমুদ (বরিশালের কথা), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রাতুল (বরিশাল অঞ্চল), সহ-সাংগঠনিক সম্পাদক মিল্টন কবিরাজ (প্রথম সকাল), দপ্তর সম্পাদক মো. পাভেল (ভোরের অঙ্গীকার), সহ-দপ্তর সম্পাদক জিহাদ হাসান (বাংলাদেশ বাণী), ক্রীড়া সম্পাদক মো. নাইম হোসেন (আমাদের বরিশাল), অর্থ সম্পাদক এন আমিন রাসেল (ভোরের আলো), সহ-ক্রীড়া সম্পাদক এম. টিটু (দখিনের কণ্ঠ), প্রচার সম্পাদক নাছির উদ্দিন (দখিনের মুখ), সহ-প্রচার সম্পাদক আবুল কালাম সোহাগ (দৈনিক সময়), সহ-অর্থ সম্পাদক উজ্জ্বল মুন্সি (দেশ জনপদ), সাংস্কৃতিক সম্পাদক রেজাউল ইসলাম (হিরন্ময়), সহ-সাংস্কৃতিক সম্পাদক আকিবুল ইসলাম আকিব (বরিশালের কাগজ), তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলাউদ্দিন (তারুন্যের বার্তা), সহ-তথ্য ও গবেষণা সম্পাদক মো. সুজন (বাংলার বনে), শিক্ষা ও আইসিটি সম্পাদক আব্দুর রহমান (সংবাদ সকাল), কার্যকারী সদস্য কামরুজ্জামান জুয়েল রানা (মতবাদ), সদস্য খান রাসেল (মতবাদ), শাকিউজ্জামান মিলন (আজকাল), অলিউল ইসলাম (সত্য সংবাদ), ঝান্টি শাকিব (২৪ ঘণ্টা বরিশাল), সাধারন সদস্য সজল (দৈনিক বরিশাল সময়), মো. শামিম (দৈনিক হিরন্ময়), অমল দাস (সাহসী বার্তা/জিটিভি)।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে প্রেস ক্লাব সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন বলেন, সাংবাদিকদের মানোন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সংবাদকর্মীদের জন্য মানহানিকর কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।##