বোরহানউদ্দিনে মা ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল উদ্ধার
- আপডেট সময় : ০৯:১১:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১২৮ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে ইউএনও রায়হান উজ্জামানের নেতৃত্বে মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও মা ইলিশ আটক করেছে প্রশাসন ও মৎস্য বিভাগ।
শনিবার বিকালে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব মোহাম্মদ আহম্মেদ আলী”র উপস্থিতিতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের ব্যানারে তেতুলিয়া নদীতে মোবাইল কোর্ট অভিযান চলে। অভিযানে ৮১ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয় ও ১ শত কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। আটককৃত কারেন্ট জাল বোরহানউদ্দিন খেওয়াঘাট এলাকায় পুড়িয়ে নষ্ট করা হয়। উদ্ধারকৃত মা ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। অভিযানে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,
ভোলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান, বোরহানউদ্দিন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা
মনোজ কুমার সাহা ও মেরিন ফিশারিজ অফিসার
মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য-১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ চলমান রয়েছে।