ব্রাহ্মণবাড়িয়ায় তরী বাংলাদেশ এর সরাইল শাখার আহবায়ক কমিটি গঠন।

- আপডেট সময় : ১২:৩৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাহবুব খাঁন আহবায়ক, শাহাগীর মৃধা সদস্য সচিব।
ব্রাহ্মণবাড়িয়ার জেলার সরাইলে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যে জানা যায়, শনিবার বিকালে মোঃ মজনু মৃধার সভাপতিত্বে উপজেলার কালিকচ্ছ বিসমিল্লাহ ট্রেডার্স প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন তরী বাংলাদেশ এর সদস্য খালেদা মুন্নী, মোঃ খায়রুজ্জামান ইমরান, সোহেল রানা ভূইয়া, মোহাম্মদ ওয়াসিম। তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্য শাহাগীর মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি আবুল কাশেম তালুকদার, মোঃ শাহিন শাহ, মোহাম্মদ আইয়ুব খান, মুখলেসুর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে সরাইল মহিলা কলেজের প্রভাষক সাংবাদিক মোহাম্মদ মাহবুব খাঁনকে আহবায়ক ও সাংবাদিক মোঃ শাহাগীর মৃধাকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন তরী বাংলাদেশ সরাইল শাখার সদস্য সাংবাদিক মোঃ আলমগীর মিয়া, রাকিবুর রহমান রকির, নাজমা বেগম, শেখ কামরুজ্জামান সজল, জয়নাল আবেদিন, মোঃ বেলাল মিয়া, মোঃ জুনায়েদ হোসেন, মনিরুল ইসলাম, শেখ মোঃ মামুন মিয়া, মোঃ নাজমুল হক, মোহাম্মদ শাহিন মিয়া প্রমূখ।