ভেড়ামারায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে জখম।।
- আপডেট সময় : ১০:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ১৭৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারার কাজিহাটা গোরস্থান পাড়া এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে জখম করার মতো ঘটনা ঘটেছে।
ঘটনার বেশ কয়েকদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ভেড়ামারা থানায় কোন মামলা হয়নি। জানা গেছে
গত ১৬ই আগস্ট বেলা আনুমানিক সাড়ে ১১ টার দিকে উক্ত এলাকায় সালামের দোকানের সামনের রাস্তায় জান মোহাম্মদ জোয়াদ্দার এবং তার স্ত্রী কহিনুর বেগমকে লোহার রড, কাঠের বাটাম, লাঠি ইত্যাদি দিয়ে আব্বাস ও সোহাগ মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে।
জান মোহাম্মদ জোয়ারদারের মাথার উপরে কাটা জখম হয়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে। বিবাদীরা বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে আব্বাস দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয় বিক্রয় এর সাথে জড়িত। এছাড়া সে এলাকায় নিয়মিতভাবে জুয়ার আসর বসায়।
বিভিন্ন ধরনের চুরির সাথেও তারা জড়িত মর্মে এলাকাবাসীর ভাষ্য থেকে জানা যায়। একটি ব্যাটারি চুরিকে কেন্দ্র করে ঘটনা এত দূর পর্যন্ত গড়ায়।
বৃদ্ধ দম্পতিকে নির্বিচার এলোপাতাড়ি ভাবে মারপিটের বিষয়টিকে সহজ ভাবে নিতে পারেননি এলাকার লোকজন। বিনা কারণে মুরুব্বী ও প্রতিবন্ধী নারীর গায়ে হাত তোলার ঘটনার একটি বিহিত চান ভুক্তভোগী পরিবার।