ভেড়ামারায় সেচ্ছাসেবক লীগ নেতা সঞ্জয় নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ১৭১ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভেড়ামারা পৌর শাখার আহবায়ক সঞ্জয় কুমার প্রামাণিক কে নৃশংসভাবে গুলি করে ও কুপিয়ে হত্যার প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে বাসষ্ট্যান্ডে ভেড়ামারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সোলাইমান হোসেন কাউন্সিলরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আহাদুজ্জামান রানা,আনোয়ার হোসেন গামা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগ, সেচ্ছাসেবকলীগ নেতা স্বপন, উপজেলা মাহমুদুল আলম প্রাইম সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাঁধন সহ পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক নিহত সঞ্জয় প্রামানিক এর স্ত্রী ও ছোট ভাই প্রমূখ। উক্ত প্রতিবাদ সমাবেশের সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক মনিরুল হাসান শিশির।