মাদারীপুরের ডাসারে ঈদ উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে
মাদারীপুর জেলার ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের আঃ মালেক ফকিরের জ্যৈষ্ঠ পুত্র শতবর্ষী বীরমোহন উচ্চবিদ্যালয়ের বারবার নির্বাচিত সভাপতি ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য,ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সদস্য,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ সাইদ আহমেদের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩ এপ্রিল)পূর্ব মাইজপাড়া এলাকার সাইদ আহমেদের নিজ বাস ভবনে সকালে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ও সন্ধায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মোসা-তাহমিনা বেগম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মনিরুজ্জামান ফকির,অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) ভাস্কর সাহা,ডাসার থানা অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী মাহামুদুল হাসান দোদুল,ডাসার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শতবর্ষী বীরমোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইদ আহমেদ প্রমুখ।
এ দিকে আজ সকালে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নে ৫ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় পর্যায়ক্রমে উপজেলার ৫ টি ইউনিয়নে মোট ২ হাজার ৫ শত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন বলে জানায় সাইদ আহমেদ। এর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গি ও জুবকদের জন্য পাঞ্জাবি।
এ সময় বিশিষ্ট ব্যাবসায়ী সাইদ আহমেদ বলেন আমি প্রতিবছর আমার সাধ্য অনুযায়ী এলাকার অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমার পক্ষ থেকে ঈদ উপহার দিয়ে থাকি তাই প্রতিবছরের ন্যায় এ বছরও আমার পক্ষ থেকে ২ হাজার ৫ শত অসহায় মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবি দেওয়ার ব্যাবস্থা করেছি আমি মনে করি মানুষ মানুষের জন্য অসহায় মানুষের পাশে দাড়ানো একটি মহত কাজ। আসুন আমরা সকলেই অসহায় মানুষের পাশে এসে তাদের কষ্ট ভাগাভাগি করে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তুলি।
শাড়ী পেয়ে খুশি হাজেরা বিবি তিনি বলেন সাইদ আমাগো এলাকার পোলা ও সব সময় আমাদের বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়। আইজকা সাইদ আমারে একটা কাপড় দিছে আমি অনেক খুশি হইছি আমি দোয়া করি আল্লাহ পাক যেন ওরে ভাল রাখে যাতে আমাগো বিপদে আপদে সব সময় সাহায্য সহযোগিতা করতে পারে।