মাদারীপুরের ডাসার উপজেলায় পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার-১
- আপডেট সময় : ০২:৪০:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রীজ শশিকর সড়কের ভাঙ্গাব্রীজ নামক স্থানের পাকা রাস্তার উপর থেকে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান মুন্না(২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডাসার থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুর এলাকার গোলাম আলী চৌকিদারের ছেলে মেহেদী হাসান মুন্না চৌকিদার।
রবিবার (১১ ফেরুয়ারী)২০২৪ ইং তারিখ বিকাল ৫.৩০ ঘটিকার সময় ডাসার থানা অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম এর দিক নির্দেশনায় মাদক উদ্ধার অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক অভিযান পরিচালনা করে ১৫ পিচ ইয়াবাসহ আসামীকে গ্রেফতার করেছে বলে জানা যায়।
এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ এস এম শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামী মেহেদী হাসান মুন্না একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ ডাসার থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। তিনি আরো বলেন আটককৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।