মাদারীপুরের মস্তফাপুরে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

- আপডেট সময় : ০৫:৫৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের মস্তফাপুর বাজারে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীর উপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবকের বিরুদ্ধে। সাদ্দাম চৌকিদারের বিরুদ্ধে এ ঘটনা ছাড়াও কয়েকটি হামলা ও ছিনতাই মামলার আসামি বলে জানা যায়। তবে পুলিশ বলছে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, মাদারীপুরের মস্তফাপুর বাজারের এক মুরগির ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে তার হাত থেকে প্রায় ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে সাদ্দাম চৌকিদার (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার সকালে মস্তফাপুর বাজারে এ ঘটনা ঘটে। সাদ্দাম চৌকিদার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের মৃত সিরাজ চৌকিদারের ছেলে। এ সময় সাদ্দাম চৌকিদারের সঙ্গী হিসেবে ছিল আরও ৩-৪ অজ্ঞাত যুবক। কিছুূদিন আগে গিয়াসউদ্দিন খান নামে একজনের উপর হালার ঘটনায় মামলা হয় সে মামলার ৬ নম্বর আসামি হিসেবেও নাম রয়েছে এই সাদ্দাম চৌকিদারের। এছাড়া একটি বিয়ের বাজার করতে আসা লোকদের থেকে টাকা ছিনতাইয়ের মূল হোতা ছিল এই সাদ্দাম চৌকিদার। অনেকেই ভয়ে তার বিরুদ্ধে মুখ খুলতে চায় না।
এ ঘটনায় ভুক্তভোগী খোকন হাওলাদার (৪০) মাদারীপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ব্যবসায়ীরা ও বাজার কমিটির সভাপতি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ভুক্তভোগী খোকন হাওলাদার বলেন, ঈদের বাজার। মোকামে যাব তাই আমার মাকে বলছি বাড়ি থেকে টাকা দিয়ে যেতে। মা টাকা আমার হাতে দিয়ে যেতে না যেতেই পেছন থেকে আমার গলা চেপে ধরে সাদ্দাম। আমার মায়ের চিৎকারে দোকানদারেরা এগিয়ে আসতে থাকে। এর মধ্যে আমার টাকার ব্যাগ আর গলার চেইন ছিনিয়ে নিয়েই ওরা পালিয়ে যায়।
তার সাথে থাকা ৩/৪ জন ছিল। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি। আমি এর সুষ্ঠু বিচার দাবি করি।
এ বিষয় কথা বলতে সাদ্দাম চৌকিদারের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাজার কমিটির সভাপতি সোহরাব হোসেন খান বলেন, হামালার ঘটনা ঘটেছে। অনেক দোকানদার ঘটনা দেখেছে। কিছু টাকা ছিনতাই হয়েছে বলেও জেনেছি। এর সুষ্ঠু বিচার হওয়া দরকার।
মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহ উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।