মাদারীপুরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ০৭:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

মাদারীপুর সদর উপজেলায় মস্তফাপুরে এলাকায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৭ মার্চ) দুপুরে মোস্তফাপুর এলাকায় ঘুরে ঘুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণের অধিদপ্তরের সহকারী -পরিচালক জান্নাতুল ফেরদৌস।
ভোক্তা অধিকার অধিদপ্তরের সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে বিভিন্ন ব্যবসায়িরা অসাধু উপায়ে পণ্য দ্রবের দাম লাগামহীনভাবে বিক্রি করে থাকেন।তার ধারাবাহিকতায় বাজারের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখায় প্রতিদিন অভিযান পরিচালনা করে থাকেন। সেই সুবাদে মোস্তফাপুর এলাকার ৫টি প্রষ্ঠিতান রাজধানী ফল ভান্ডার, সোহাগ ফল ভান্ডার, খেজুর দোকান, মাংসের দোকান, ফলের দোকানে নির্দিষ্ট মূল্য তালিকা না থাকায় তাদেরকে ৩৪ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন,অসাধু ব্যবসায়িরা দ্রব্যের দাম লাগামহীনভাবে বিক্রি না করতে পারে সেজন্য আমাদের অভিযান সবসময়ের জন্য অব্যাহত থাকবে।