মাদারীপুরে এক ব্যাবসায়িকে কুপিয়ে গুরুতর জখম করেছে এক ক্রেতা ও তার লোকজনেরা।
- আপডেট সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে শহরের পুরান বাজার এলাকার অন পয়েন্ট দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত ওই ব্যবসায়ীর লক্ষীগঞ্জ এলাকার জোবাহার মাতুব্বরের ছেলে স্বপন(৩৫)।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্র জানা যায়, মঙ্গলবার রাতে শহরের “অন পয়েন্ট”নামক দোকানে টি- শার্ট ক্রয় করার জন্য যান এক ক্রেতা।এসময় দাম নিয়ে বিক্রেতা ও ক্রেতার মাঝে কসাকসি হলে। এক পর্যায়ে উভয়ের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় দোকানিরা শালিস মীমাংসা করে দিলে এর কিছুক্ষন পরে মিঠু হাওলাদারের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন লোক মিলে দোকানী স্বপন মাতুব্বরকে কুপিয়ে গুরুতর জখম করেন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ভুক্তভোগী দোকানী স্বপন মাতুব্বর জানান,সন্ধ্যার দিকে আমার দোকানে এক ক্রেতা টি-শার্ট ক্রয় করার জন্য আসে। আমি তাকে টি-শার্টটি পনেরশো টাকা দাম বললে তিনি আমাকে ৬০০ টাকা বলে আমার উপর ক্ষেপে যায়। তার জেরধরে মিঠু হাওলাদার লোকজন নিয়ে এসে আমার উপর হামলা করে আমি এর বিচার চাই।
এবিষয়ে মিঠু হাওলাদারের মুঠোফোন একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা যায়নি।
মাদারীপুর সদর থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে