মাদারীপুরে গাঁজা ও কেরু ব্রান্ডের মদসহ গ্রেফতার-১

- আপডেট সময় : ০৭:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৩৬১ বার পড়া হয়েছে

মাদারীপুর জেলার ডাসারে কেরু ব্রান্ডের দুই বোতল মদ ও ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডাসার থানা টহল পুলিশ। সোমবার (২৮ আগস্ট) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভআঙ্গআব্রঈজ গোপালপুর হাইওয়ে ডিউটি টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানা পুলিশের এস আই মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকা থেকে মোঃ শামীম বেপারী(৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। স্থানীয় লোক ও পুলিশ সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামী মোঃ শামীম বেপারী ফরিদপুর জেলার দক্ষিন আলিপুর এলাকার মৃত্যু মিলন বেপারীর ছেলে। গ্রেফতারকৃত আসামীর মামলার এজাহারে উল্লেখিত তথ্যের ভিত্তিতে জানা যায় (২৮আগস্ট) রাতে ঢাকা বরিশাল মহাসড়কের বালিগ্রাম ইউনিয়নের পাথুরিয়ারপাড় এলাকা থেকে কেরু চেরি ব্রন্ডি ৩৭৫ মিলিমিটার মদ ও একটি ৫০০ মিঃলিঃ মাম পানির বোতলে রক্ষিত মদ ও পত্রিকার কাগজে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা সহ মোঃ শামীম বেপারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ শামীম বেপারী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে তিনটি নিয়মিত মাদকদদ্রব্যা নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে বলে জানা যায়। এবিষয়ে ডাসার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন,আসামীর বিরুদ্ধে ডাসার থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।