মাদারীপুরে গাছকাটার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে
- আপডেট সময় : ০৮:৫৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ২৪৪ বার পড়া হয়েছে
মাদারীপুর ঝাউদি ইউনিয়নের চর-ব্রম্মন্দি গ্রামের ৩ নং ওয়ার্ডের মাসুদ হাওলাদারের ১১০ টি বিভিন্ন প্রজাতের গাছ কাটা এবং ঘরের মালামাল ভাংচুর ও লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,ঝাউদি চর ব্রম্মন্দি গ্রামের ৩ নং ওয়ার্ডের মৃত মোঃ গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে মো.মাসুদ হাওলাদার তাহার নিজ বাড়িতে নারিকেল, আম,কাঠাল,মেহগনীসহ প্রায় দেড় সতাধিক গাছ রোপণ করেন। সোমবার (৩১ জুলাই) সকালে পুর্ব শত্রুতার জের ধরে শত্রুপক্ষরা আম,কাঠাল, নারিকেল, মেহগনী,রেন্ডীকড়ই সহ ১১০ টি গাছ কেটেছে ও টিভি ফ্রিজ গরু বিক্রিকরা এক লক্ষ আট হাজার টাকা ও শর্ন অলংকার নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষে বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত মাসুদ হাওলাদার বলেন, ‘দীর্ঘ দিন ধরে তাদের সাথে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। আমার প্রতিপক্ষ ফারুক হাওলাদার (৫০) ও দিলু হাওলাদার (৪৫) সহ প্রায় ৫০/৬০ জন সেনদা,রামদা, করাত,কুড়াল সহ দেশীয় অ¯্র নিয়ে হামলা চালিয়ে আমার জমিতে থাকা কাঠাল গাছ,আম গাছ,নারিকেল গাছ,মেহগনী গাছ,রেন্ডী গাছসহ ১১০ টি গাছ কেটে ফেলেছে এবং আমার ঘর ভাংচুর ও লুটপাট করে টিভি ফ্রিজ এবং গরু বিক্রিকরা এক লক্ষ আট হাজার টাকা শর্ন অলংকার নিয়ে গেছে। আমি এর বিচার চাই। গাছ কাটা,লুটপাট ও ভাংচুরের বিষয়ে প্রতিপক্ষ ফারুক হাওলাদার ও দিলু হাওলাদার এর কাছে ঘটনার বিষয়টি জানার জন্য তাহাদের বাড়িতে ও ফোনে তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসের বলেন, গাছ কাটার খবর শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।