মাদারীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার

- আপডেট সময় : ১০:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৩২৩ বার পড়া হয়েছে

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়ার বল্লভদী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার করেন শ্রীনদী পুলিশ গ্রেফতারকৃতরা হলেন
১ /রাজু শেখ ওরফে বখতিয়ার(৩৮), পিতা আছির উদ্দিন শেখ সৈয়দপুর জেলা বাগেরহাট,২/মল্লিক রহমতআলী (৪০) পিতা মল্লিক জয়নাল
জেলা বাগের হাট, ৩/ মতিয়ার শেখ (৪৫), পিতা আছিরউদ্দিন শেখ, রাখালগাছি জেলা বাগের হাট, ৪/ মহাসিন গাজী (২৪), পিতা রজব গাজী জেলা সাতক্ষীরা, ৫/ ইমরান সরদার ওরফে বাচ্চু সরদার( ২৩), পিতা সবুর সরদার জেলা খুলনা, এসময় সাথে থাকা ৪/৫ জন পালিয়ে জান তাদের কাছে থাকা ১টি পিকআপ , ১টি লোহারশাবল, ৩টি ড্রাম, ১টি চাকু,১টি চাপাতি
শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্র রাত্রকালীন পাহাড়া ডিউটিতে নিয়োজিত এ. এস.আই. আব্দুল রহমান জানান রাত্র ০৩.০৫ ঘটিকার সময় মাদারীপুর সদর থানা ধীন শিরখাড়া বাজারে অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে শিরখাড়া ইউনিয়নের বল্লভদী পোস্ট অফিস মোড় পাকা রাস্তার উপর অবস্থান করিয়া একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন করছেন আমি তাক্ষেনিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে কতৃপক্ষকে অবহিত করিয়া উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য ফোসসহ আইসি মোহাম্মদ মনির হোসেন এর নেতৃতে পিকআপ সহ সংঘবদ্ধ ডাকাত দল কে আটক করি
শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রডের আইসি মোহাম্মদ মনির জানান একদল ডাকাত শিরখাড়ার বল্লভদীতে ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহন করিতেছিলেন তখন তাদের আটক করা হয় তাহারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করে থাকে আসামীসহ পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে