মাদারীপুরে পাট পন্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৭:৪৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে
মাদারীপুরে পাট পন্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্য ব্যবসায়ী ও স্টেক হোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে সরকারি সমন্বিত ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত।
জেলা পাট কর্মকর্তা মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর স্থানীয় সরকারের উপপরিচালক মো.নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ইসমাইল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহিদুল ইসলাম মুন্সি, চেম্বার অব কমার্সের সহ সভাপতি বাবুল চন্দ্র দাস, ব্যবসায়ী রাজ্জাক হাওলাদারসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, পাট বাংলাদেশের অন্যতম প্রধান অর্থকারী ফসল। এক সময় পাটের চাষ ও পাটজাত পণ্যের ব্যবহার প্রচুর থাকলেও বর্তমানে পলিথিনের কারনে তা কমে গেছে অনেক। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।তাই আমার দেশের পরিবেশ রক্ষায় ও দেশের উৎপাদন বৃদ্ধিতে পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির বিকল্প নেই।