মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী নিহত
- আপডেট সময় : ০৬:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪০ বার পড়া হয়েছে
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারী নিহত
মাদারীপুর জেলার ডাসার থানার মেলকাই নামক স্থানে ঢাকা বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৪০ বছর।
বুধবার (২০ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১২.৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদারীপুর হাইওয়ে অফিসার ইনচার্জ মোঃ মারুফ রহমান জানান, মধ্যরাতে মেলকাই নামক স্থানে ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। গভীর রাত হওয়ায় কোন গাড়ির ধাক্কায় এ ঘটনা ঘটেছে সেটিও কেউ দেখেনি। আশেপাশের সিসিটিভি ক্যামেরা না থাকায় ঘাতক গাড়িটিকে শনাক্ত করা যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।