মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু।

- আপডেট সময় : ০৯:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায়, মাদারীপুর সদরের মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের মঠের বাজার নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘাতক কাভার্ট ভ্যান ও চালককে আটক করেছে পুলিশ। নিহত পিতা মহাদেব পাল(৬০) ও ছেলে মিঠুন পাল(২৮) মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট গ্রামের পালপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায়
মাদারীপুর থেকে বাবা ও ছেলে মিশুক গাড়ি যোগে টেকেরহাটের উদ্দেশ্য রওনা হয়ে মঠের বাজার নামক স্থানে আসা মাত্র অপর দিক থেকে আসা আল্লাহর দান কার্গোর একটি কাভার্ট ভ্যানের চাপায় ঘটনাস্থলেই বাবা ছেলের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি ও ঘাতক কাভার্ট ভ্যান ও চালককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।