মাদারীপুরে স্ত্রীকে নিয়োগ দেয়াসহ নানা অভিযোগে অধ্যক্ষ ও তার স্ত্রীর এমপিও বাতিল
- আপডেট সময় : ০৯:০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলকে (প্রভাষক সমাজকর্ম) কলেজে নিয়োগ বাণিজ্য,দূর্নীতি ও অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ তৌহিদুর ইসলাম স্বক্ষরিত একটি আদেশে তাদের এমপিও বাতিলের নির্দেশ দেয়া হয়।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে অধ্যক্ষ দুর্লভানন্দ ও তার স্ত্রী চম্পা রানী মন্ডলের এমপিও বাতিল হয়।তাদের এমপিও’র বিষয়টি ১৩ডিসেম্বর ২০২৩ জানানো হয়। কলেজে নিয়োগ বাণিজ্য,দূর্নীতি ও অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের এমপিও বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। স্ত্রীকে অবৈধভাবে নিয়োগ দেয়াসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগে এ নির্দেশ দেয়া হয় বলে জানা যায়।
দুর্লভানন্দ বাড়ৈ ও তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠলে তদন্তে নামে মাউশি বিভাগ এবং তদন্ত প্রমাণিত হওয়ায় তাদের উভয়ের এমপিও বাতিল করা হয়।
এ বিষয়ে দুর্লভানন্দ বাড়ৈ বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব করানো হয়েছে। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা ও ষড়যন্ত্র মূলক। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নিবেন।
মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশীদ খান বলেন, বিষয়টি শুনেছি । তদন্ত করে দোষি প্রমানিত হওয়াতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।