মাদারীপুর কালকিনিতে ডেঙ্গু জ্বরে ছাত্রলীগ নেতার মৃত্যু
- আপডেট সময় : ০৬:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে
মাদারীপুর কালকিনিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সানাউল্লাহ কানন(২৩) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। কানন পৌর এলাকার ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সদস্য। আজ শনিবার সকালে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানাগেছে, পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাদশা বেপারীর ছেলে ছাত্রলীগে নেতা সানাউল্লাহ কানন বেশ কিছু দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। তার অবস্থা গুরুতর হলে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট দিয়ে রাখে সেখানকার চিকিৎসকরা।
আজ শনিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। কাননের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উপজেলা আ.লীগ, যুবলীগ, মৎস্যজীবিলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন ফকির জানান, কাননের এ অকাল মৃত্যুতে আমাদের মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। অভিশপ্ত ডেঙ্গু কেড়ে নিয়েছে কাননের জীবন।
এ ব্যাপারে উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি শাহাদাত সরদার জানান, অনেক চেষ্টা করেছিলাম কাননকে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাতে পারলাম না। ভাষা হারিয়ে ফেলেছি কাননের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে।