মাদারীপুর পৌর আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
মাদারীপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর
প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের সার্বিক পেট্রোল পাম্পের পেছনে সার্বিক বাস ডিপো মাঠে মাদারীপুর সদর পৌর শাখা আওয়ামী লীগের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
এ সময় মাদারীপুর পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি কে.এম.আকায়েদ মুরাদ খানের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এইচ এম মনিরুজ্জামান আক্তার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র নুরে আলম বাবু চৌধুরী,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিম,মাদারীপুর জেলা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার,পৌর আওয়ামী লীগের ,বিশিষ্ট শিল্পপতি কাজী হায়দার হোসেন,কেন্দ্রীয় যুবলীগের সদস্য আসিবুর রহমান খান,সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা নাজনীন,মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান এমপির সহধর্মিণী সৈয়দা রোকেয়া বেগম, মাদারীপুর মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার শাজাহান হাওলাদার,মাদারীপুরে মুক্তিযোদ্ধো চলাকালীন কমান্ডার ও খলিল বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।