মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতির চেষ্টা কালে গ্রেফতার- ১
- আপডেট সময় : ০৯:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডাকাতির চেষ্টা কালে এলাকাবাসীর সহায়তায় ১জন ডাকাত কে গ্রেফতার করেছে।এ-সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।আসামী সহ পলাতক অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করেছে পুলিশ অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক(তদন্ত)এর দিক নির্দেশনায় এসআই মোঃ আব্দুল কাদের সংগীয় ফোর্স সহ উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামের শুলপুর উচ্চ বিদ্যালয়ের মোড় পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় ডাকাতির চেষ্টা কালে রুমান চন্দ্র বর্মন(৩০), পিতা-নিপেন্দ্র চন্দ্র বর্মন,স্থায়ী: গ্রাম-সৈয়দেরগাঁও,উপজেলা শিবপুর,জেলা-নরসিংদী-কে গ্রেফতার করেন।
এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান,উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামের শুলপুর উচ্চ বিদ্যালয়ের মোড়ে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় ডাকাতির চেষ্টা কালে রুমান চন্দ্র বর্মন কে গ্রেফতার করি।এ-সময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।আসামী সহ পলাতক অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা রুজু করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।