মুন্সীগঞ্জে জাতীয় পার্টির কার্যকরী কমিটির পরিচিতি সভা
- আপডেট সময় : ১০:৪৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে উপজেলা জাতীয় পার্টির কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১নভেম্বর)দুপুরে জেলা টংঙ্গীবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ও বিএনপির ধ্বংসাত্মক কার্যকলাপের তীব্র সমালোচনা এবং আওয়ামী লীগকে আপদ ও বিএনপিকে বিপদ আখ্যায়িত করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মো:জামাল হোসেন।
টংঙ্গীবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো:দেলোয়ার হোসেন খান বাদলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা মো:নোমান মিয়া,জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব জানে আলম,মিরকাদিম পৌর জাতীয় পার্টির সভাপতি ইসমাইল হোসেন রাহাত ও সাধারণ সম্পাদক মো:কামাল হোসাইনসহ জেলা জাতীয় পার্টি ছাড়াও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।