মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ীতে ১ টাকায় পাওয়া গেল ১ বস্তা চাল
ওসমান গনি মুন্সীগঞ্জ থেকে।
- আপডেট সময় : ০৯:২২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন আলোর কাফেলা ফাউন্ডেশন’র পক্ষ থেকে নাম মাত্র মুল্যে ১ টাকায় ১ বস্তা চাল বিক্রি করা হয়েছে।
হযরত উসমান বিন আফফান(রা:) একাডেমি মাদ্রাসা মাঠে উৎসবমুখর পরিবেশে নাম মাত্র মু্ল্যে প্রতি বস্তা চাল ১ টাকা করে ৭১ টি পরিবারের মাঝে এ চাল বিক্রি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আলোর কাফেলা ফাউন্ডেশনের সভাপতি মো:জিয়েম রানা ও সাধারণ সম্পাদক মো:নাঈম শেখের পরিকল্পনায় ভারপ্রাপ্ত সভাপতি মো: আকিব শেখ এর সঞ্চালায় আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেচ্ছাসেবী মো:রাব্বি,মো:মেহেদী, মিমু আক্তার,মো:হাসানাত,মো: আনিস,মো:অপু,মো:রবিন,মো:শান্ত, আনন্দ,আদর,নাবিল,সিয়াম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।