মুন্সীগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৫:৪০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ ও একদফা দাবিতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ করেছে। মুক্তারপুর মিতালী ক্লিনিকের কাছ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি পান্না সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে সমাবেশ হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহম্মেদ,যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান।
আরো বক্তব্য রাখেন,টংঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন,মিরকাদিম পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিক উলাহ ফরিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির,জেলা যুবদলের সভাপতি মজিবর দেওয়ান, সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, সাধারণ সম্পাদক সিদ্দিকউল্লাহ,সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলামসহ ছাত্রদল,কৃষকদল,মহিলাদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ।