মুন্সীগঞ্জে সিরাজদিখানে সংহতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৫২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি মজলুম মোসলমানদের প্রতিরোধের পক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে সংহতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এই সংহতি ও প্রতিবাদ সমাবেশে সিরাজদিখান উপজেলা সহ বিভিন্ন উপজেলার আলেম সমাজের ওলামা মাশায়েখ ও ধর্মপ্রান মুসল্লীরা অংশ গ্রহণ করেন।
রবিবার ২২ অক্টোবর দুপুর ৩ টায় সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে উপজেলার কেয়াইন ইউনিয়ন কুচিয়ামোড় কলেজ মাঠে খতমে নবুওয়্যাত সংরক্ষন কমিটি বাংলাদেশ এর আমির মুজাহিদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এর সভাপতিত্বে এই সংহতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দারুলউলুম পাথরঘাটা মাদরাসা মুহতামিম মুফতী আবু হাসান এর সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন,বায়তুল মোকাদ্দাস মুসলমানদের স্মৃতিবিজড়িত স্থান।আমরা শুধু ফিলিস্তিনিদের পক্ষে না,আমরা সকল নির্যাতিত মানুষের পক্ষে।ফিলিস্তিনের মানুষের দেয়ালে পিঠ ঠেকে যাবার পর যখন প্রতিবাদ করেছে,তখন পশ্চিমা বিশ্ব তাদের সন্ত্রাসী বাহিনী আখ্যা দিচ্ছে।দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে। ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে।সমাবেশে বক্তাগন ইসরায়েল এর সমস্ত পন্য বর্জন করা আহ্বান জানান।