মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে পুকুরের মাটি খননকালে মিললো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

- আপডেট সময় : ০৮:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুকুরের মাটি খননকালে কষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে। এটি একটি বিষ্ণু মূর্তি। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের সোহেল শেখের বাড়ির পুকুরের মাটি খননকালে ওই মূর্তি পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে উত্তর বেতকা গ্রামের সোহেল শেখ গংদের একটি পুকুরের মাটি খনন করছিলো শ্রমিকরা। বেলা সাড়ে ১১ টার দিকে শ্রমিক মোবারক শেখ ও মিতুল হোসেন মাটি খনন করার সময় মূর্তি দেখতে পান। পরে শ্রমিকরা বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকনুজ্জামান শিকদার রিগ্যানকে মূর্তি পাওয়ার বিষয়টি অবগত করে।
এরপর ওই জনপ্রতিনিধি মোবাইল ফোনে কল করে তাকে জানায়। এতে তিনি ঘটনাস্থলে পৌছে ওই মূর্তিটি উদ্ধার করেন। মূর্তিটি উচ্চতায় ৩৭ ইঞ্চি ও প্রস্তে ১৭ ইঞ্চি। উদ্ধার করা মূর্তি ট্রেজারিতে প্রেরন করা হবে।