মুন্সীগঞ্জ ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় বাবা নিহত,মা-মেয়ে আহত
- আপডেট সময় : ১০:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ১০১ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাত গাড়ি চাপায় মোটর চালক বাবা নিহত ও আরোহী মা-মেয়ে গুরুত্বর আহত হয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর বাসস্ট্যান্ডের কাছে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত ৩ জনকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেল চালক বাবা সুখানুর রহমানকে(৩৫) মৃত বলে ঘোষণা করেন।
নিহত মোটর সাইকেল চালক সুখানুর রহমান(৩৫) ও আহত জান্নাতুল ফেরদৌস(২৮) ও তার মেয়ে রাইসা(৪) চিকিৎসাধীন অবস্থায় আছেন।তারা নারায়ণগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঢাকামুখি মোটর সাইকেল নং- নারায়ণগঞ্জ -হ-১১-১৯৩৭কে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে দ্রুত গাড়ি চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক বাবাসহ মা-মেয়ে গুরুত্ব আহত হয়।
শ্রীনগর ফায়ার স্টেশন এয়ারহাউস কর্মকর্তা মোঃ মাহফুজ রিবেন জানান,আহত ৩জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সুখানুরকে মৃত ঘোষনা করেন এবং আহত জান্নাতুল ফেরদৌস(২৮) ও তার মেয়ে রাইসা (৪) চিকিৎসাধীন আছেন।