মুন্সীগঞ্জ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র মু্ন্সীগঞ্জ জেলা শাখা কমিটির অনুমোদন
- আপডেট সময় : ০৯:০২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বি এম এস এস) মু্ন্সীগঞ্জ জেলা শাখা কমিটির অনুমোদন হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নিজস্ব প্যাডে সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা এবং মহাসচিব মো: ছগীর আহমেদ স্বাক্ষরিত ২১ সদস্যের কমিটি অনুমোদন দেন।কমিটির ২১ সদস্যের মধ্যে সভাপতি আনিছুর রহমান রলিন ও মোঃ সুমন বেপারী কে সাধারণ সম্পাদক করে দায়িত্ব ভার প্রদান করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি আব্দুল কাদের খান দৈনিক দিন প্রতিদিন(ষ্টাফ রিপোর্টার ), সহ-সভাপতি আনিছুর রহমান রুবেল দৈনিক প্রতিদিনের কাগজ (ষ্টাফ রিপোর্টার),যুগ্ম-সাধারণ সম্পাদ
কমোঃ সিহাব দেওয়ান
দৈনিক রূপবানী (ষ্টাফ রিপোর্টার) যুগ্ম -সাধারণ সম্পাদক শহীদ শেখ পাখি
দৈনিক গণমুক্তিশ্রীনগর প্রতিনিধি সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন মাহমুদ দৈনিক দিনপ্রতিদিন(মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি) যুগ্ন-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন ঢালী দৈনিক সভ্যেতার আলো (ষ্টাফ রিপোর্টার ) দপ্তর সম্পাদক মোঃ শাহিন পাঠান দৈনিক আলোকিত নিউজ (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি), উপ-দপ্তর সন্পাদক গোপাল দাস হৃদয় দৈনিক সংবাদ (সিরাজদিখান উপজেলা প্রতিনিধি),
প্রচার সম্পাদক মোঃ বিপু মাদবর দৈনিক আজকের বসুন্ধরা টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারিয়া আহম্মেদ তন্নী,দেশ আমার টিভি(ষ্টাফ রিপোর্টার),ক্রিয়া বিষয়ক সম্পাদকমোঃ শ্রাবন রহমান
দৈনিক সময়ের সংলাপ (অনলাইন) মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি , কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম তাপস দৈনিক সবুজ নিসান ষ্টাফ রিপোর্টার, গ্ৰন্থ ও প্রকাশক সন্পাদক মোঃ মাসুদ রানা দৈনিক দিন প্রতিদিন
(মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি),তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ দৈনিক স্বাধীন সংবাদ মুন্সীগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি , তথ্য ও গবেষনা বিষয়ক সহ-সম্পাদক
আব্দুল আওয়াল আশিক
দৈনিক তৃতীয় মাত্রা সিরাজদিখান প্রতিনিধির , সাহিত্য বিষয়ক সম্পাদক
জহিরুল ইসলাম জহির
দৈনিক বাংলাদেশ বুলেটিন
(টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি),
ধর্ম বিষয়ক সম্পাদক
ওসমান গনি দৈনিক বাংলাদেশ সমাচার (গজারিয়া উপজেলার প্রতিনিধি) ধর্ম বিষয়ক সহ-সম্পাদক বিষয়ক সম্পাদক
হাবিবুর রহমান হাবিব দৈনিক বাংলাদেশের কন্ঠ।(সিরাজদিখান উপজেলার প্রতিনিধি) কার্যনির্বাহী সদস্য :
সুমন হোসেন দৈনিক সমকালীন কাগজ (মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি), সোহাগ চোকদার দৈনিক মু্ন্সীগঞ্জের খবর ষ্টাফ রিপোটার ।