মুন্সীগঞ্জ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক মুন্সীগঞ্জ মুখ্য অঞ্চল
- আপডেট সময় : ০৯:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের শৌর্য-বীর্যের এক অবিস্মরণীয় গৌরবময় দিন আজ।বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন আজ।পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আজ।প্রতিদিনের মতো আজও ভোরের সূর্যালোকের বর্ণচ্ছটায় রাঙাবে কৃষ্ণচূড়া গ্রামীণ পথের শেষে নদীর তীরে অশ্বথ শাখা থেকে ভেসে আসবে কোকিলের কুহুতান।শ্যামল প্রান্তরের দূর দূরান্ত থেকে আজ বাজবে রাখালিয়ার মনকোড়া বাঁশির সুর।নীল আকাশের বুকে ডানা মেলে উড়ন্ত বলাকার ঝাঁক কলকাকলিতে মুখরিত হবে জনপদ।তবুও অন্য যেকোন দিনের চেয়ে আজকের দিনটি সম্পূর্ণ আলাদা।ভিন্ন আমেজের,ভিন্ন অনুভূতি ও ভিন্ন স্বাদের আমাদের এই প্রিয় স্বাধীনতা দিবস।জাতীয় জীবনের সবচেয়ে আলোচিত সবচেয়ে গৌরবের স্মৃতি নিয়ে আবারও ফিরে এসেছে চির অম্লান আনন্দ বেদনায় মিশ্রিত দিবসটি।কোনো দেন দরবার নয়, কারও দয়ার দানে নয়,সাগর সমান রক্তের দামে বাংলাদেশ অর্জন করেছে স্বাধীনতা।রক্ত সাগর পেরিয়ে বাঙালি জাতি পৌঁছেছে তার বিজয়ের সোনালী তোরণে।আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন।তারই ধারাবাহিকতায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক,ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন, বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের সুযোগ মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃরেজাউল করিম আকন্দ।বাংলাদেশ কৃষি ব্যাংক, মুন্সীগঞ্জ শাখার ব্যবস্থাপক(সহকারী মহাব্যবস্থাপক)মুহাম্মদ সিদ্দিকুর রহমান,বাংলাদেশ কৃষি ব্যাংক, মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদের সভাপতি মো:আবুল হোসেন।আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের অফিসার্স ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো:গিয়াস উদ্দিন,বাংলাদেশ কৃষি ব্যাংক, মুন্সীগঞ্জ অঞ্চলের স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ওহাব আলী।বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ শাখার কর্মকর্তা মো:জাহিদুল ইসলাম,বাংলাদেশ কৃষি ব্যাংক, আলদী বাজার শাখার কর্মকর্তা সাখাওয়াত হোসেন,বাংলাদেশ কৃষি ব্যাংক,আলদী বাজার শাখার কর্মকর্তা মোঃ মহাসীন,বাংলাদেশ কৃষি ব্যাংক,মুন্সীগঞ্জ অঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা(সহকারী মহাব্যবস্থাপক)মো:জিয়া হায়দার খান,উর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মো: মাহফুজুর রহমান,মুখ্য কর্মকর্তা দেওয়ান মো:আইনুল হক,উর্ধ্বতন কর্মকর্তা মো:সৈয়দ আহমেদ মিজি, উর্ধ্বতন কর্মকর্তা মো:আনোয়ার হোসেন,উর্ধ্বতন কর্মকর্তা মো:নুরুল ইসলাম ভূইয়া,মো:আমিনুল,মো: হারুন উর রশিদ রিপন,মো:মেজবাহ উদ্দিন,মো:কাজী শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।