মুন্সীগঞ্জ সাংবাদিক পুত্র আশিকুর রহমান প্রমিজের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া
- আপডেট সময় : ০৯:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি ও মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান রলিন এর বড় ছেলে আশিকুর রহমান প্রমিজ এর অকাল মৃত্যুতে রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ আছর মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব এই দোয়া মাহফিলের আয়োজন করে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ এর সঞ্চালনায় কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হরগঙ্গা কলেজ মসজিদের মোয়াজ্জেম ।দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে অংশ নেন মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবে সাবেক সভাপতি কাজী বিপ্লব হাসান, সামসুল হুদা হিটু,যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মাহমুদ,সাংগঠনিক সম্পাদক তুষার আহমেদ, কোষাধক্ষ্য মোহাম্মদ ফয়সাল,দপ্তর সম্পাদক সালমান হাসান, সাংস্কৃতিক সম্পাদক নাসিমা আক্তার রিতা, অনলাইন প্রেস ক্লাবের সদস্য মোঃ রুবেল রানা , কাজী মোহাম্মদ, মো.শামীম সহ অন্যান্য সদস্য বৃন্দ ।
উল্লেখ্য,গত (১৫ এপ্রিল ২০২৪ ) সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান রলিন এর বড় ছেলে আশিকুর রহমান প্রমিজ (৩২) ঢাকার আদ দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।