মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরি রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ২২ বার পড়া হয়েছে

মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরি রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরের টেকেরহাটে গ্রামীনফোন মোবাইল টাওয়ারের ব্যাটারী চুরি রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগস্ট) বিকেলে গ্রামীনফোনের উদ্যোগে মাদারীপুর রাজৈর থানার আয়োজনে টেকেরহাট বাসস্ট্যান্ড হাওলাদার টাওয়ার সংলগ্ন এ আলোচনা সভার আয়োজন করা হয়। এইচ এস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কোম্পানির সিনিয়র ম্যানেজার মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও এইচ এস ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কোম্পানির সিনিয়র অডিট অফিসার আলতাফ মাহমুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, রাজৈর থানার ওসি তদন্ত সঞ্জয় কুমার ঘোষ, রাজৈর পৌরসভার কাউন্সিলর শেখ সাগর আহম্মেদ উজির, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাওসার মোল্লা প্রমুখ। এ সময় বক্তরা বলেন, দেশের সার্থে চোরাইকৃত মোবাইল ফোন টাওয়ারের ব্যাটারি বৈধ কোন কাগজ পত্র ছাড়া না কেনার আহবান জানান যাহারা ব্যাটারি চুরির অপরাধের সাথে জরিত তাদের কে আইনের আওতায় আনা হবে এবং চোরাইকৃত ব্যাটারি ক্রেতা এবং বিক্রেতা কে ধরিয়ে দিতে পুলিশ কে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন।