যুবককে কুপিয়ে জখম করার মামলায় তিতু মুন্সী আটক
- আপডেট সময় : ০৯:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৩৩ বার পড়া হয়েছে
মাদারীপুর শহরের বাদামতলায় যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার অন্যতম প্রধান আসামী তিতু মুন্সীকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরের বাদামতলা এলাকায় টিপু মুন্সি ও তিতু মুন্সির হামলায় গুরুতর আহত মঠখোলা এলাকার আনোয়ার বেপারীর ছেলে মনির বেপারী (৩৫)। শুক্রবার রাতে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয় বলে জানা যায়।
মনির বেপারীর ছোট ভাই হৃদয় বেপারী বলেন, তিতু মুন্সী, টিপু মুন্সি ও তাদের ছেলেরাসহ কয়েকজন মিলে তার ভাইকে কুপিয়েছে। তিতু মুন্সীকে গ্রেফতার করায় আমরা খুশি।পুলিশকে ধন্যবাদ জানাই।
মামলার বাদী আনোয়ার বেপারী বলেন, আমার ছেলে,পুত্রবধু ও নাতির উপরে হামলা চালায় সন্ত্রাসী তিতু মুন্সী ও তার লোকজন। এ সময় আমার ছেলেকে কুপিয়ে জখম করে তারা। এ ঘটনায় মামলা দিয়েছি। তিতুকে আটক করায় পুলিশকে ধন্যবাদ জানাই। তবে দাবি জানাই দ্রুত যেন বাকি আসামীদের আটক করা হয়।
এ বিষয়ে মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাহ উদ্দিন বলেন, ভুক্তভোগী মনিরের বাবা বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলায় তিতু মুন্সীকে আটক করা হয়েছে।