ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রাস্তায় কলা গাছ ফেলে ডাকাতির অভিযোগ

ওসমান গনি মুন্সীগঞ্জ থেকে।
  • আপডেট সময় : ০৯:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
সময়কাল এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তায় কলা গাছ ফেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।মঙ্গরবার ১৬ জানুয়ারী ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস এলাকার লক্ষীবিলাস সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় মুখোশপড়া ডাকাত দল রাস্তায় কলাগাছ ফেলে একটি লেগুনাকে গতিরোধ করে লেগুনায় থাকায় ৫ যাত্রীকে মারধর করে নগদ ৭০ হাজার টাকা লুটে নেয়।

কেয়াইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কুমার মন্ডল বলেন,আমাদের লক্ষী বিলাসের কালিবাড়ী রাধা গবিন্দ মন্দিরের কির্তন অনুষ্ঠানের বাজার করার জন্য খগেন মন্ডল(৫৫),নিরঞ্জন মন্ডলসহ(৬০) ৫ জনে লেগুনা রিজার্ভ করে ঢাকা যাচ্ছিল।কিন্তু বাড়ীর পাশেই সড়কে কলাগাছ ফেলে কয়েকজন জন মুখোশপড়ে দেশীয় অস্ত্র,চাপাতি,বটি,দা নিয়ে তাদেরকে জিম্মি করে নগদ ৭০ হাজাটাকা ছিনিয়ে নেয়।

এ সময় খগেন মন্ডল(৫৫),নিরঞ্জন মন্ডল(৬০)কে মারধর করে।খগেন মন্ডলকে চাপাতি দিয়ে কুপিযে জখম করে।খগেন মন্ডল প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ীতে আছে।

আহত খগেন মন্ডল জানান,ওদের কারো কাছে চাপাতি,কারো কাছে বটি,দা ছিল।প্রথমে আমাদের সাথে দস্তাদস্তি হয় পরে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়,প্রায় ৭০ হাজার টাকার মতো আমাদের কাছ থেকে নিয়ে যায়।

সিরাজদিখান থানার এস আই মনোয়ার হোসেন জানান,ডাকাতি হয়নি তবে কযেকজন লোক আটক করে টাকা পয়সা নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাস্তায় কলা গাছ ফেলে ডাকাতির অভিযোগ

আপডেট সময় : ০৯:০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪

মুন্সীগঞ্জের সিরাজদিখানে রাস্তায় কলা গাছ ফেলে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।মঙ্গরবার ১৬ জানুয়ারী ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষীবিলাস এলাকার লক্ষীবিলাস সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় মুখোশপড়া ডাকাত দল রাস্তায় কলাগাছ ফেলে একটি লেগুনাকে গতিরোধ করে লেগুনায় থাকায় ৫ যাত্রীকে মারধর করে নগদ ৭০ হাজার টাকা লুটে নেয়।

কেয়াইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য অমল কুমার মন্ডল বলেন,আমাদের লক্ষী বিলাসের কালিবাড়ী রাধা গবিন্দ মন্দিরের কির্তন অনুষ্ঠানের বাজার করার জন্য খগেন মন্ডল(৫৫),নিরঞ্জন মন্ডলসহ(৬০) ৫ জনে লেগুনা রিজার্ভ করে ঢাকা যাচ্ছিল।কিন্তু বাড়ীর পাশেই সড়কে কলাগাছ ফেলে কয়েকজন জন মুখোশপড়ে দেশীয় অস্ত্র,চাপাতি,বটি,দা নিয়ে তাদেরকে জিম্মি করে নগদ ৭০ হাজাটাকা ছিনিয়ে নেয়।

এ সময় খগেন মন্ডল(৫৫),নিরঞ্জন মন্ডল(৬০)কে মারধর করে।খগেন মন্ডলকে চাপাতি দিয়ে কুপিযে জখম করে।খগেন মন্ডল প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ীতে আছে।

আহত খগেন মন্ডল জানান,ওদের কারো কাছে চাপাতি,কারো কাছে বটি,দা ছিল।প্রথমে আমাদের সাথে দস্তাদস্তি হয় পরে আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়,প্রায় ৭০ হাজার টাকার মতো আমাদের কাছ থেকে নিয়ে যায়।

সিরাজদিখান থানার এস আই মনোয়ার হোসেন জানান,ডাকাতি হয়নি তবে কযেকজন লোক আটক করে টাকা পয়সা নিয়ে গেছে।