রাস্তা পারাপারের সময় নানি-নাতির মর্মান্তিক মৃত্যু।
- আপডেট সময় : ০৬:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এশিয়া বাসে ধাক্কায় নানী-নাতি নিহত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) ৩ঃ ৪০ ঘটিকায় বালুয়াকান্দি বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মৃত্যু শাহজাহানের স্ত্রী জোহরা বেগম(৫২)ও তার নাতি আবদুল্লাহ(৮ মাস)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জোহরা বেগম ও তার মেয়ে নিহত আবদুল্লার মা সোনারগাঁও যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পারাপারের হচ্ছিল। নিহত জোহরা নিহত আবদুল্লাকে কোলো নিয়ে রাস্তা পারাপারের সময় ঢাকা গামী এশিয়া এয়াকন পরিবহনের বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। গজারিয়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ হুমায়ুন কবীর বলেন, দূর্ঘটনায় নিহতের লাশ পুলিশ হেফাজত গাড়ি আটক চালক পালিয়ে যায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।