শ্রমিকের অধিকার আদায়ের মহান মে দিবস আজ
- আপডেট সময় : ০৯:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে
আজ ১ মে মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। দাবি আদায়ের জন্য বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন পথে নেমে এসেছিলেন।
বর্বরচিত কায়দায় দমন করা হয়েছিল সেই শ্রমিক বিক্ষোভ। পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।
এবার মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক–মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।
মহান মে দিবস উপলক্ষে মাদারীপুর জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ডাসার উপজেলা শাখা কর্তৃক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দ আজিম উদ্দিন, সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সৈয়দ মিরন হোসেন (কুন্ডু) ছিলেন মোঃ খোকন হাওলাদার, কার্যকরী সভাপতি মাদারীপুর জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, সাঈদ মৃধা, সাবেক সাধারন সম্পাদক, মাদারীপুর জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে মোঃ খোকন হাওলাদার বলেন আমরা শ্রমিক আমাদের অধিকার আমাদেরই আদায় করে নিতে হবে। আমরা যদি আমাদের অধিকার আদায় করতে না পারি কেহ আমাদের অধিকার আদায় করে দিবে না। তাই অধিকার আদায়ের প্রধান এবং প্রধম শর্ত হচ্ছে শ্রমিকদের ঐক্য। শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হতে হবে।
কর্মসূচি
মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাদারীপুর জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ডাসার উপজেলা শাখার আয়োজনে শ্রমিক সমাবেশ, র্যালি আলোচনা সভা শেষে খাবারের আয়োজন করা হয়।