সাংবাদিক নির্যাতনের দায়ে মাদারীপুরে পুলিশ কনস্টেবল ক্লোজ
- আপডেট সময় : ০৮:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ৯৩ বার পড়া হয়েছে
সাংবাদিক নির্যাতনের দায়ে মাদারীপুরের শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবলকে ক্লোজ করে মাদারীপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এদিকে আহত সাংবাদিক স্থানীয় রাজৈর প্রেসক্লাব এর সদস্য ও বিএমএসএফ’র যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল খানকে শনিবার দুপুরে স্থানীয় এমপি শাহজাহান খান হাসপাতালে দেখতে গিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
শুক্রবার রাতে মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল সাহিন কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হন সাংবাদিক সোহেল শিকদার। সে দৈনিক গণকন্ঠের প্রতিনিধি ও মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের মৃত বীর মুক্তিযোদ্ধা এসকান্দার শিকদারের ছেলে।
পুলিশ সদস্য দ্বারা সাংবাদিক নির্যাতনের ঘটনায় রাজৈর প্রেসক্লাব এর সদস্য ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজৈর উপজেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এদিকে এ ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান।